ইঞ্জিনিয়ার রাশেদুল আলম ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

আদালত প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৪, ১৭:৫৯
শেয়ার :
ইঞ্জিনিয়ার রাশেদুল আলম ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

পেশা ও আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১০ কোটি ৫৮ লাখ টাকা লেনদেনপূর্বক মানিলন্ডারিং সংঘটনের অভিযোগে অনুসন্ধান চলমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার রাশেদুল আলম ও তার স্ত্রী কলেজ শিক্ষিকা অর্পণা রানী দাসের নামীয় ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দিয়েছেন।

দুদকের সহপরিচালক সাজিদ উর রহমান এই আবেদন করেন। আবেদনে বলা হয়, মানিলন্ডারিং ৩৪/২০২৪-এর অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মো. রাশেদুল আলম ও তার স্ত্রী অর্পণা রানী দাসের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তাদের নামীয় ব্যাংক হিসাবে আগস্ট/২০১৮ হতে মে/২০২৪ পর্যন্ত সময়ে তাদের পেশা ও আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১০ কোটি ৫৮ লাখ টাকা লেনদেনপূর্বক মানিলন্ডারিং সংঘটন করেছেন মর্মে প্রতীয়মান হয়।

এতে বলা হয়, একজন সরকারি কর্মচারি হয়ে অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শান্তিযোগ্য অপরাধ করায় দুদক অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য আবেদনকারীকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অভিযোগটি অনুসন্ধানকালে অদ্যবধি প্রাপ্ত/সংগৃহীত তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামীয় অগ্রণী ব্যাংকে একটি, ব্রাক ব্যাংকে চারটি, ডাচ বাংলা ব্যাংকে তিনটি, সোনালী ব্যাংকের একটি এবং উত্তরা ব্যাংকের একটি হিসাব রয়েছে।

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি রাশেদুল আলম ও তার স্ত্রী অর্পণা রানী দাস তাদের নামীয় ব্যাংক অ্যাকাউন্টের অস্থাবর সম্পদ অন্যত্র হস্থান্তর, স্থানান্তরের মাধ্যমে বেহাত করার চেষ্টা করছেন। তাই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত হিসাব সমূহ ফ্রিজ করা প্রয়োজন।