ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে সিকিউরিটি গার্ড আহত
রাজধানীর টিকাটুলি মোড়ে মো. আব্দুল হাকিম (৬০) নামে এক সিকিউরিটি গার্ড আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে ওয়ারী থানার টিকাটুলি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত হাকিম যাত্রাবাড়ী গোলাপবাগে পরিবার নিয়ে থাকতেন।
আহতের ছেলে আল মমিন বলেন, তার বাবা তিন মাস যাবত যমুনা ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ডে নিয়োজিত। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ডিউটি কালিন সময় দুই যুবক তার বাবার মাথায় ধারালো লোহার পাত দিয়ে আঘাত করে। তখন তার সঙ্গে ছিল ৩১০০ টাকা যা ছিনতাইকারীরা নিয়ে যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এতে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অচেন অবস্থায় পড়ে থাকলে পার্শ্ববর্তী সিকিউরিটি গার্ড দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেন। পরে তাকে সেখান থেকে ভোরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, চিকিৎসকরা তার বাবার মাথায় পেছনে বেশ কয়েকটি সেলাই করে দেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাবা কে বাসায় নিয়ে আসি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, আহত হাকিম ঢামেকে চিকিৎসা নিয়েছেন।