বৃষ্টির কারণে মোংলায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ১২:৫২
শেয়ার :
বৃষ্টির কারণে মোংলায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাগেরহাটের মোংলার উপকূলীয় এলাকায় বুধবার রাতভর বৃষ্টিপাত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি উপেক্ষা করে অন্যদিনের মতো কাজে যোগ দিয়েছে মানুষ। 

মোংলা বন্দর কর্তৃপক্ষ বুধবার প্রস্তুতিমূলক সভা করেছে। সতর্ক অবস্থায় থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ। তবে বৃষ্টির কারণে ব্যাঘাত ঘটছে পণ্য উঠা-নামার কাজ।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া জানান, আবহাওয়া অফিসের নির্দেশনা মতো মোংলা বন্দর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে বন্দরের নিজস্ব টুইন জাহাজ, পানির বোট, ও পাইলট বোটগুলোকে জেটিতে নিরাপদে রাখা হয়েছে। লাইটার জাহাজগুলোকে নিরাপদে থেকে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, অন্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন মোংলা ইপিজেড ও বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিক-কর্মচারীরা।