‘দানা’র কারণে যেসব রুটে লঞ্চ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১২:১৬
শেয়ার :
‘দানা’র কারণে যেসব রুটে লঞ্চ চলাচল বন্ধ

ক্রমশই স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। এ কারণে ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ জানায়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। এজন্য ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া/আয়শাবাগ, ঢাকা-রাংগাবালী, ঢাকা-চরমোন্তাজ, ঢাকা-খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযানও বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে উপকূলের আরও কাছে চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’। আজ বৃহস্পতিবার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।