পটুয়াখালীতে ঘূর্ণিঝড় দানার প্রভাব শুরু

পটুয়াখালী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ১১:২৬
শেয়ার :
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় দানার প্রভাব শুরু

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। 

এর প্রভাবে পটুয়াখালীতে রাতভর বৃষ্টিপাত হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। 

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আঁচড়ে পড়ছে। মাছ ধরা বন্ধ থাকায় আলিপুর মহিপুরে নিরাপদ আশ্রয়ে রয়েছে শত শত মাছ ধরার ট্রলার।

ঘূর্ণিঝড় দানা আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৯৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫৫৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৮৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৭৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

এদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ৮২৯টি সাইক্লোন সেল্টারসহ সিপিপি স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।