নিজেকেই নিজে বিয়ে করেছি: ব্রিটনি স্পিয়ার্স
ব্রিটনি স্পিয়ার্স। আমেরিকার জনপ্রিয় পপ এই তারকা সংগীত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের নানা কর্মকান্ড নিয়ে বেশি আলোচনায় থাকেন। এবার আশ্চর্যজনক ঘোষণা দিলেন এ গায়িকা।
নিজেকে নাকি নিজেই বিয়ে করেছেন এ গায়িকা! তার এমন ঘোষণা প্রকাশ্যে আসতেই হতবাক ব্রিটনির অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। কবে, কখন নিজেকে বিয়ে করলেন গায়িকা? নিজেকে নিজেই আবার বিয়ে করে কীভাবে? এমন নানা প্রশ্নে নেটদুনিয়া সয়লাভ এখন।
ওই ভিডিওতে বিয়ের গাউন আর মাথায় ওড়না পরিহিত অবস্থায় দেখা যায় ব্রিটনিকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা টিএমজেডের সূত্র অনুযায়ী, গত ২১ অক্টোবর ইনস্টাগ্রামের একটি ভিডিও শেয়ার করে বিয়ের খবরটি প্রকাশ করেন ব্রিটনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ক্যাপশনে গায়িকা লেখেন, ‘যেদিন নিজেকে বিয়ে করেছিলাম আমি। বিষয়টি বিব্রতকর মনে হতে পারে। কিন্তু এটি ফিরে দেখার কারণ হচ্ছে, আমি মনে করি এটি আমার করা সবচেয়ে আলোকিত কাজের মধ্যে অন্যতম একটি।’
ব্রিটনির সেই পোস্টে হতবাক সবাই! কেউ কেউ যেমন ব্যঙ্গ করছেন, কেউ বা দিচ্ছেন বাহবা। কারো কারো মতে, নিজেই নিজের একমাত্র সঙ্গী হওয়ার মতো সুখের কিছু নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি শেয়ার করার আগে একটি চার্চের ছবিও পোস্ট করেছিলেন এ গায়িকা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ২০০৪ সালে জেসন অ্যালেন আলেকজান্ডারকে বিয়ে করেছিলেন ব্রিটনি। কিন্তু সেই বছরই তাদের সংসার ভেঙে যায়।
কেভিন ফেডারলাইন নামে আমেরিকার নৃত্যশিল্পীকে ২০০৪ সালে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর দুই সন্তানের জন্ম দিয়েছিলেন ব্রিটনি।
২০০৭ সালে আইনি বিচ্ছেদ হয়ে যায় কেভিন এবং ব্রিটনির। এরপর ২০২১ সালে স্যাম আসঘারির সঙ্গে আংটিবদল করেছিলেন এ গায়িকা। ২০২২ সালের এপ্রিল মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ব্রিটনি। কিন্তু তার এক মাস পর গর্ভপাত হয়ে যায় গায়িকার। ২০২৩ সালের আগস্ট মাসে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন তারা দুজন। চলতি বছরের আগস্ট মাসে বিবাহবিচ্ছেদের নির্দেশনামায় সই করেন বিচারক। ২ ডিসেম্বর সেই নির্দেশ কার্যকর হবে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
বিচ্ছেদের পর এতদিন ধরে নিজেকে ‘সিঙ্গেল’ ছিলেন বলেই দাবি করে আসছিলেন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স।