ছুরির আঘাত থেকে বাঁচাবে ছাতা
জাপানে সম্প্রতি বেড়েছে ছুরি হামলা। এই হামলা প্রতিহত করতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির একটি ছাতা কোম্পানি। তারা এমন একটি ছাতা তৈরি করেছে যা ছুরির আঘাত থেকে রক্ষা করতে সক্ষম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই ছাতাগুলি তৈরি করা হয়েছে রীতিমতো পরিকল্পনা করে। ২০ সেমি লম্বা এই ছাতার গঠন এমনই যে তা হামলাকারীদের নিরস্ত করতে পারে। ছাতার হ্যান্ডল বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। সাধারণ ছাতার তুলনায় মোটা ও শক্তিশালী হওয়ায় তা অনায়াসে ‘গ্রিপ’ও করা যায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ছাতাগুলো একদম ব্লেড-রেসিস্ট্যান্ট বলে দাবি করছে নিমাণকারী প্রতিষ্ঠান। তারা বলছেন, যেকোনও ধরনের ধাতব অস্ত্রের কোপ সয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে ছাতাগুলির।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সম্প্রতি ওসাকায় পশ্চিম জাপান রেলওয়ে কোং নতুন প্রযুক্তির এই ছাতা প্রকাশ্যে এনেছে। রেল বিভাগের পরিকল্পনা, এই ধরনের ১২০০ ছাতা মধ্য জাপানের কানসাই অঞ্চলে ৬০০ ট্রেনে থাকবে। যা যাত্রীদের বিপদের হাত থেকে বাঁচাবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস