অনুশোচনায় ভুগছেন সাদিয়া আয়মান
মিথ্যেবাদী রাখাল ও বাঘ নিয়ে বহুল প্রচলিত গল্পটি কারো অজানা নয়। পুরোনো সেই ঈশপের গল্পটি নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী সাদিয়া আয়মানের বদৌলতে। গেল সোমবার মধ্যরাতে জনপ্রিয় এই অভিনেত্রী ফেসবুক লাইভে এসে জানান, তার সঙ্গে অলৌকিক কিছু ঘটছে। কালো একটি ছায়া তাকে অনুসরণ করছে!
১০ মিনিটের লাইভে ভয় ও বিপদের কথা জানিয়ে একটা সময় কাঁদতে থাকেন সাদিয়া। তার সেই লাইভ দেখে অনেকে ভেবেছিলেন, সত্যি সত্যি বিপদের পড়েছেন সাদিয়া! অভিনেত্রীর কান্নাকাটি ও কথাবার্তা শুনে অনেকেই তাকে নানাভাবে পরামর্শ দিতে থাকেন। কেউ কেউ তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শও দেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, এটি তার নতুন একটি ওয়েব সিনেমার প্রচারণার কৌশল!
যা নিয়ে ব্যাপক নেতিবাচক মন্তব্য শুনতে হচ্ছে সাদিয়াকে। সেই ভিডিও সরিয়ে নিলেও তীব্র সমালোচনা মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রী। যার কারণে নিজের ফেসবুকও ডিঅ্যাক্টিভ করে দেন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এরমধ্যেই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাদিয়া আয়মান। আত্মপক্ষ সমর্থন করে তিনি জানান, প্রথমে তিনি এমন প্রচারণা করতে সম্মত হননি। কিন্তু ওয়েব ফিল্মের সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধে এমনটা করেছেন। ধারণা ছিল, সাধারণ মানুষ এমন কৌশলকে হয়ত সিনেমা বা নাটকের প্রচারণার অংশ হিসেবেই মেনে নিবে। কিন্তু মানুষ তার ফেসবুক লাইভে সিরিয়াস হয়ে যাবে, সেটা ভাবতে পারেননি।
এমন প্রচারণার জন্য অনুশোচনায় ভুগছেন সাদিয়া। তার কথায়, ‘প্রোডাকশন হাউজের অনুরোধেই কাজটা করতে হয়েছে। যখন বুঝতে পারলাম, পুরো বিষয়টি আমার ভক্তদের আঘাত করেছে, এরপর থেকেই নিজের কাছে খারাপ লাগছে। মনে হচ্ছে, কাজটা করার আগে আমার অন্তত ১০ বার ভাবা উচিত ছিল।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট