কিশোর কুমার হয়ে ফিরছেন আমির খান
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির এবার ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কিশোর কুমারের বায়োপিক নিয়ে ফিরছেন। জানা গেছে চলচ্চিত্রটি নির্মাণ করবেন ‘বারফি’ খ্যাত অনুরাগ বসু।
পিঙ্কভিলা সূত্রের খবর, আমিরের ঝুলিতে নাকি রয়েছে ৫ টি ছবি। এর মধ্যে কিশোর কুমারের বায়োপিক নিয়ে বেশ আগ্রহী এ নায়ক।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ইতোমধ্যে প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করেছেন আমির খান ও নির্মাতা অনুরাগ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সূত্রের খবর, কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের এক স্বপ্নের প্রোজেক্ট। তারা সুন্দরভাবে এই প্রোজেক্টটি উপস্থাপন করতে চান। এদিকে আমির খান নিজেই কিশোর কুমারের একজন বড় অনুরাগী। আর একারণে আমির খানও এই কিংবদন্তির জীবন নিয়ে বায়োপিকে অভিনয় করতে বেশ আগ্রহী।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’