সুনামগঞ্জ-সিলেট সড়কে গণপরিবহনে কর্মবিরতি
সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজির এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে যানবাহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জের মালিক শ্রমিক সংগঠন। আজ বুধবার সকাল ৬টা থেকে সব ধরনের যানবাহন বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি এলাকার বাসিন্দা সিলেটগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, বাস চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীরা বেকায়দায় পড়েছে। অনেকেই বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে গেলেও বেশিরভাগ মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার অনেকেই যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন।
সুনামগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সিলেটের লামাকাজির এম.এ খান সেতুটি ৭ কোটি ৬০ লাখ টাকা দিয়ে নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ৪০ বছর ধরে হাজার কোটি টোল আদায়ের পর ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্টের সরকার পতনের পরে টোল আদায় বন্ধ হয়। কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারও টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়।
কিন্তু পরবর্তী সময়ে এর কোনো সুরাহা না হওয়ায় গত সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশনের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে পরিবহন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। ওই সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তারা।
জানতে চাইলে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জুয়েল মিয়া বলেন, ‘লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধ না হলে আমাদের কর্মবিরতি অনির্দিষ্টকালব্যাপী চলবে। তবে অ্যাম্বুলেন্সসহ বিদেশি যাত্রীদের গাড়ি চলাচল করতে পারবে।’