বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বুধবার নরসিংদী ও এর আশপাশের কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন জরুরি স্থানান্তরের জন্য নরসিংদী, চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া, থার্মেক্স গ্রুপ, বৈশাখ স্পিনিং, কারার চর এবং শিবপুর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যেতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।