বঙ্গভবনে ঢুকতে গিয়ে দুইজন গুলিবিদ্ধ
রাজধানীর বঙ্গভবনের সামনে পুলিশের গুলিতে দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধরা হলেন- ফয়সাল আহম্মেদ বিশাল (২৪) ও শফিকুল ইসলাম (৪৫)। সাউন্ড গ্রেনেডে আহত হন আরিফ (২০)।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মো. ফারুক জানান, বঙ্গভবনের সামনে থেকে আহত অবস্থায় তিনজন এসেছেন। এদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, আজ বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে মো. সাহাবুদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। এরপর ‘ইনকিলাব মঞ্চ’ নামের একটি সংগঠনের ব্যানারে বঙ্গভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
রাত সাড়ে ৮টার দিকে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। শুরুতে আন্দোলনকারীদের সংখ্যা কম থাকলেও বিভিন্ন এলাকা থেকে সেখানে মিছিল নিয়ে জড়ো হন অনেকে।