স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ২১:০৪
শেয়ার :
স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে হাসি বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে (৪২) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় প্রদান করেন।

হাসি বেগম সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারা গ্রামের বাসিন্দা। মনির হাসান বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা।

মামলা সুত্রে জানা গেছে, গত ২০ বছর আগে মনির হাসানের সঙ্গে হাসি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে মনিরুল শ্বশুর বাড়িতে স্বপরিবারে বসবাস করতো।

সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে গতবছরের ২৯ জুন গভীর রাতে মনির তার স্ত্রীকে বাড়ির গোয়ালঘরের মধ্যে নিয়ে চারির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে পুলিশ মনির হাসানকে গ্রেপ্তার করে। এ বিষয়ে নিহতের ভাই ইয়াকুব মোল্যা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। 

রাজবাড়ী এ্যাডভোকেট বিজন বোস বলেন, ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আবু বক্কার মিয়া অনুপস্থিত থাকায় আমরা তিনজন আইনজীবি মামলাটি পরিচালনা করেছি। আদালতের বিচারক এ মামলার স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্তকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।’