আমাদের সময়ের ছাতক প্রতিনিধি বিজয় রায় মারা গেছেন

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ১৯:২৬
শেয়ার :
আমাদের সময়ের ছাতক প্রতিনিধি বিজয় রায় মারা গেছেন

দৈনিক আমাদের সময়ের সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রতিনিধি বিজয় রায় মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেল পৌনে তিনটায় ছাতক পৌর শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার মৃত্যুতে ছাতকের সংবাদমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় সংবাদমাধ্যম কর্মীরা ছুটে যান শহরের কালীবাড়ির বাসভবনে।

ছাতকের কালীবাড়ি এলাকার বাসিন্দা ব্রজেন্দ্র রায়ের নয় সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন বিজয় রায়। মৃত্যুকালে স্ত্রী কলি রায় এবং দুই সন্তান প্রেম ও অমসহ আত্মীয়স্বজন রেখে যান সাংবাদিক বিজয় রায়।

বিজয় রায়ের মৃত্যুতে দৈনিক আমাদের সময় পরিবার তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ বললেন, ‘আমরা একজন নিবেদিত প্রাণ সহকর্মী হারিয়েছি। ছাতকবাসী একজন মানবিক ও ন্যায়পরায়ণ সাংবাদিককে হারিয়েছে।’

ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম বললেন, ‘বিজয় রায় ছাতক প্রেসক্লাবের অন্তপ্রাণ গণমাধ্যমকর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মীরা শোকে কাতর।’

বিজয় রায় স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর, ইংরেজি দৈনিক নিউ নেশন এবং সিলেটর পত্রিকা সবুজ সিলেটে ছাতক প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সাংবাদিকতার পাশাপাশি বিজয় রায় শিশুকিশোর সংগঠন কনকচাঁপা খেলাঘর আসরের ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছিলেন।