রাজধানীতে ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ভবনের ছয় তলার বারান্দা থেকে নিচে পড়ে মো. তাজউদ্দিন (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের এ ঘটনা ঘটে।
নিহত তাজ উদ্দিন নিউমার্কেটের ২৫৮/বি নম্বর এলিফ্যান্ট রোডের বাসিন্দা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. জামিল উদ্দিন আহমেদ বলেন, ‘এলিফ্যান্ট রোডের আমাদের নিজ বাসার ছয় তলার বারান্দা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে আমার ভাই তাজউদ্দীন গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ‘তিনদিন আগে আমার বড় ভাই সালাউদ্দিন আহমেদ (৫৮) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ বিষয় নিয়ে ভাই মানসিকভাবে বিপর্যস্ত ছিল হয়তো। বারান্দা থেকে যেকোনো ভাবে পড়ে যেতে পারে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?