রামপুরায় নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পূর্ণিমা আক্তার মুন্নি (১৬)। তিনি একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন। আজ মঙ্গলবার রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্নি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছোট সোনুই গ্রামের বাসিন্দা। বর্তমানে রামপুরার রিয়াজবাগ এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এসআই মো. শাহাদাত হাসান জানান, মঙ্গলবার দুপুর দেড়টায় দিকে রিয়াজবাগের ওই বাসা থেকে মুন্নির মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মুন্নির পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মেয়েটি একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করত। কী কারণে সে ফাঁস দিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি তার পরিবার। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানতে পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।