গ্রেপ্তারের পর যুবলীগ নেতাকে রিমান্ডে নিতে আবেদন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ১৮:৩৯
শেয়ার :
গ্রেপ্তারের পর যুবলীগ নেতাকে রিমান্ডে নিতে আবেদন

ঢাকার নবাবগঞ্জে যুবলীগ নেতা নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে যন্ত্রাইল ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নূর আলম নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

ওসি মমিনুল ইসলাম বলেন, ‘আমরা মঙ্গলবার সকালে নূর আলমকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছি। সেখান থেকে তাকে কেরানীগঞ্জ জেলখানায় পাঠানো হয়। পরবর্তী তারিখে মামলার শুনানি হবে।’

তিনি আরও বলেন, ‘নূর আলমের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে একাধিক কোনো মামলা নেই।’