আগরতলায় আসলেই কি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ?

অনলাইন ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১৭:৫৯
শেয়ার :
আগরতলায় আসলেই কি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনা। পুরোনো ছবি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাসহ দলের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেই নেতাকর্মীরা দেশটির ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ওই সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অংশ নিতে পারেন বলেও জানিয়েছেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আবদুল হান্নান মাসুদ।

গত শনিবার সন্ধ্যায় নোয়াখালীতে এক অনুষ্ঠানে আবদুল হান্নান মাসুদ বলেন, ‘ওই সমাবেশ থেকে তারা (আওয়ামী লীগ) একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে এবং শেখ হাসিনা সেখানে নিজে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন বলে তথ্য রয়েছে।’

কুমিল্লার কান্দিরপাড় এলাকায় আয়োজিত এক সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পালিয়ে গিয়েও খুনি হাসিনা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। আমরা ফ্যাসিবাদের গংদের স্পষ্টভাষায় বলে দিতে চাই, তাদের ষড়যন্ত্র ও অপচেষ্টা কখনোই বাংলার মাটিতে সফল হবে না।’

তবে এমন দাবি ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ বিষয়ে বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘এগুলো সব ভিত্তিহীন, অসত্য ও প্রোপাগান্ডা।’