দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৫০ লিটার মদসহ নারী কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ১৫:০০
শেয়ার :
দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৫০ লিটার মদসহ নারী কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় মদসহ মরিয়ম বেগম (৪২) নামের এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। 

মরিয়ম বেগম বাগেরহাট জেলার মংলা থানার কুমারখালী গ্রামের মোজাম্মেল শেখের মেয়ে এবং দৌলতদিয়া যৌনপল্লীর বাবু বেপারীর বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেন ওরফে আক্তার ডাক্তারের স্ত্রী।

মো. শরীফ আল রাজীব বলেন, সোমবার রাত সোয়া ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বাবু বেপারীর বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেন ওরফে আক্তার ডাক্তারের বাসায় অভিযান চালায়। এ সময় বাসার ভিতরের পশ্চিম পাশের কক্ষ থেকে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রির সময় ৫০ লিটার মদসহ মরিয়ম বেগমকে আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মরিয়ম বেগমকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার।