ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফারুক হোসেন (৫৫) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৫০মিনিটের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী মোয়াজ্জেম হোসেন সহ কারারক্ষীরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কারা সূত্রে জানা যায়, নিহত ফারুক বনানী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বন্দি ছিলেন। নিহত ফারুকের গ্রামের বাড়ি চাঁদপুর মতলব উত্তর সিপাহী কান্দি গ্রামে। তার বাবার নাম মৃত লাল মিয়া।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?