গান থেকে কি বিদায় নিচ্ছেন সেলেনা

বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১০:৩৭
শেয়ার :
গান থেকে কি বিদায় নিচ্ছেন সেলেনা

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। বর্তমানে গানের চেয়ে অভিনয় অঙ্গনেই বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি। 

সম্প্রতি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সেলেনা অভিনীত ‘এমিলিয়া পেরেজ’এর প্রদর্শনী হয়। এই সিনেমায় এমিলিয়ার স্ত্রী জেসি ডেল মন্টের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রিমিয়ার হয়।

কানে সিনেমাটি পামে ডি’অরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পামে ডি’অর জুরি পুরস্কার জিতে নেয়। মিউজিক্যাল ক্রাইম কমেডি ঘরানার সিনেমাটি আগামী ১৩ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে।

এ প্রসঙ্গে সেলেনা বলেন, ‘আমি মিউজিকের শুরুটায় অনেক আনন্দ করেছি। এরপর ট্যুরগুলোও আনন্দের ছিল। কিন্তু একই সময়ে আমার টিভি শোগুলোও করছিলাম। আমার সেগুলোও আনন্দের মনে হয়েছে। কিন্তু যত বয়স হচ্ছে, তত মনে হচ্ছে, আমার এমন কিছু খুঁজতে হবে।’

তাই তার গানের ভক্তদের মনে এখন একটাই আশঙ্কা- সিনেমায় নিয়মিত হওয়ার কারণে গান থেকে কি তাহলে বিদায় নিচ্ছেন সেলেনা?