আপনি আমার রাজা নন : সিনেটর
অস্ট্রেলিয়ায় তোপের মুখে ব্রিটিশ রাজা
অস্ট্রেলিয়া সফরে গেছেন ব্রিটিশ রাজা চার্লস ও তার স্ত্রী। সেখানে অস্ট্রেলিয়ার এক সিনেটরের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। ওই সিনেটর তাকে বলেছেন, ‘এটা আপনার ভূমি নয়, আপনি আমার রাজা নন।’ খবর দ্য গার্ডিয়ানের।
পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া গেছেন ব্রিটিশ রাজা। সঙ্গে আছেন তার স্ত্রী ক্যামেলিয়া। গতকাল সোমবার অস্ট্রেলিয়ার সংসদে এমপি ও সিনেটরদের সামনে বক্তব্য দিয়েছেন রাজা চার্লস। তার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চের সামনের দিকে চিৎকার করতে করতে আসেন ভিক্টোরিয়া রাজ্যের স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প। প্রথমেই রাজাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এটা আপনার দেশ নয়।’
আরও পড়ুন:
৬০০ দিন পর কারামুক্ত কাশ্মীরের সাংবাদিক
এরপর চিৎকার করে থর্প বলেন, ‘আপনি আমাদের দেশের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছেন। আমাদের ভূমি আমাদের কাছে ফিরিয়ে দিন। আমাদের কাছ থেকে যেগুলো চুরি করে নিয়ে গেছেন, সেগুলো ফিরিয়ে দিন। যেমন হাড়, আমাদের মাথার খুলি, আমাদের শিশু, আমাদের মানুষ।’ মূলত, ব্রিটিশ রাজাকে নানা প্রশ্নবানে জর্জরিত করা এই অস্ট্রেলিয়ান সিনেটর আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করেন। সিনেটর থর্প বলেন, ‘আপনি আমাদের ভূমি ধ্বংস করেছেন। এখন একটি চুক্তি করেন। আমরা এই দেশে একটি চুক্তি চাই। আপনি গণহত্যাকারী।’