এরদোয়ানের প্রতিপক্ষ ফেতুল্লাহ গুলেন মারা গেছেন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সমালোচক ও প্রতিপক্ষ ফেতুল্লাহ গুলেন মারা গেছেন। আজ সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এরদোয়ানের কট্টর সমালোচক ছিলেন গুলেন। গুলেনের বিরুদ্ধে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৬ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের মূল কারিগর গুলেনকে মনে করা হয়। সে বছর ১৫ জুলাই তুরস্কে ভয়াবহ আক্রমণের পেছনে তিনি ছিলেন। এ আক্রমণে দেশটিতে ২৫২ জন নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত ২৭০০ জন। তুরস্কের প্রেসিডেন্ট তাকে অভ্যুত্থান প্রচেষ্টার জন্য অভিযুক্ত করে থাকেন। যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন গুলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তুরস্কের এ নেতা ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বঘোষিত নির্বাসনে ছিলেন। তুরস্ক এবং তুরস্কের বাইরে তিনি হিজমেত নামের একটি শক্তিশালী ইসলামী আন্দোলন গড়ে তুলেছিলেন। এক সময় তিনি এরদোয়ানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তবে ২০১৩ সালের ডিসেম্বরের দিকে সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনা দেখা দেয়। ২০১৪ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস