বিদ্যুৎ সংকটে জর্জরিত কিউবায় হারিকেন অস্কারের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১৭:১৯
শেয়ার :
বিদ্যুৎ সংকটে জর্জরিত কিউবায় হারিকেন অস্কারের তাণ্ডব

ক্যারিবীয় দেশ কিউবায় প্রবল বিদ্যুৎ সংকটের মধ্যেই আছড়ে পড়েছে হারিকেন অস্কার। গতকাল রবিবার সন্ধ্যায় শক্তিশালী ঝড়টি আঘাত আনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী এই হারিকেনের ফলে প্রচুর বাড়ি ভেঙে গছে। অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। হারিকেন আছড়ে পড়ার পর চারিদিকে ধ্বসের ছবি দেখা গেছে। একের পর এক বাড়ি ধ্বস করে চলে গেছে এই শক্তিশালী ঝড়।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, হারিকেনের প্রভাবে পাঁচ থেকে ১০ ইঞ্চি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও তা ১৫ ইঞ্চি পর্যন্তও হতে পারে। ইতিমধ্যে বৃষ্টির ফলে বহু জায়গায় গাছ উপড়ে গেছে। এর ফলে গুয়ান্তানামো, হবগুইন, লাস তুনাস এলাকায় প্রবল বন্যার সম্ভাবনা রয়েছে।

এই ঝড়ের কারণে বিদ্যুৎ সংকটে ভুগতে থাকা কিউবায় নতুন বিপাকে পড়েছে। গত বৃহস্পতিবার থেকে কিউবায় ব্ল্যাক আউট চলছে। সরকার জরুরি নয় সেই সব জায়গায় বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছে। শুক্রবার পুরো গ্রিড ব্যবস্থা বসে যায়। ফলে এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।

কিউবার বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, দেশের বিদ্যুৎ-সংকট সোমবার বা মঙ্গলবার সকালে কাটতে পারে। তখন বিদ্যুতের গ্রিড আবার আগের মতো কাজ শুরু করতে পারে। তবে হারিকেন অস্কারের তাণ্ডবের ফলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। যে সব জায়গায় প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানেই অস্কার তাণ্ডব চালিয়েছে।