ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সারজিস এ হুঁশিয়ারি দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার করা না হলে ফের রাজপথে নামবেন বলে জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক নিজের ভেরিফাইড আইডিতে লেখেন, ‘১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে। আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনী ও তাদের দোসরদের গ্রেপ্তার করুন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সম্প্রতি বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে এমন হুঁশিয়ারি দিলেন সারজিস আলম।
এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
আজ তিনি নিজের ভেরিফাইড আইডিতে লেখেন, ‘হাসিনাকে উৎখাত করা হয়েছে; একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ খুঁজে পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। যা নিয়ে সর্ব মহলে চলছে আলোচনা-সমালোচনা।
যার প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দিয়েছেন।