‘আমি ভিতু, আসিফ ভাই সাহসী’
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ করেছিলেন বাংলা গানের যুবরাজ’খ্যাত আসিফ আকবর। ফেসবুকে লেখালেখির পাশাপাশি ছিলেন রাজপথেও। শুধু তাই নয়, নিজের ছেলেকে নিয়েও হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে।
ঘটনাটি শেখ হাসিনা সরকার পতনের দু’দিন আগে অর্থ্যাৎ গেল ৩ আগস্টে। সেদিন গণআন্দোলনে লাখো জনতার জমায়েত আসিফ তার ছেলেকে সামনে এগিয়ে দিয়ে বলেছিলেন, ‘এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি- স্বৈরশাসকের পদত্যাগ চাই।’
সেদিনের ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। যা প্রশংসা কুড়াচ্ছে সর্বমহলে। বিষয়টি নিয়ে কথা বলেছেন শোবিজের অনেক তারকা শিল্পী। সেই তালিকায় আছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও। ছাত্র-জনতার আন্দোলনে নীরব থাকায় ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা ও উপস্থাপক।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জয় এবার আসিফের সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, আমি ভিতু, আসিফ ভাই সাহসী। এজন্যই চিরকাল আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য। আসিফ ভাই স্যালুট।’
হার স্বীকার করার পরও নেটিজেনরা জয়কে ছেড়ে কথা বলেননি। কেউ আবার তাকে উপদেশও দিয়েছেন। তাদের কথায়, জয়ও সাহসী হতে পারতেন, চাটুকারিতা না করলে। তাই এগুলো বাদ দিয়ে জয়কে দেশ ও মানুষের কথা বলার আহ্বান জানিয়েছেন তারা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট