চিলমারীতে ১৮ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে তিনশ গ্রাহক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ১০:০২
শেয়ার :
চিলমারীতে ১৮ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে তিনশ গ্রাহক

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিদ্যুতের খুঁটিসহ মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম নদীর গর্ভে চলে যাচ্ছে। উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতী, মোনতোলা, কড়াইবরিশাল ও গয়নারপটোল এলাকায় ভাঙনে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে গেছে। এতে করে গত ১৮ দিন ধরে ওই এলাকার প্রায় সাড়ে তিনশ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আজ সোমবার সকালে দেখা গেছে, ইউনিয়টির শাখাহাতী গ্রামের নুরুল হক মিয়ার দোকানের সামনে নদীর তীর সংলগ্ন একটি বিদ্যুৎ লাইনের খুঁটি তারসহ এবং কড়াইবরিশাল মুকুল মিয়ার দোকানের সামনে দুটি খুঁটি পড়ে আছে। এ ছাড়া শাখাহাতী বেরি বাঁধ সংলগ্ন ছয়নুদ্দী মিয়ার দোকানের সামনে এসটি থ্রি ফেইস বিদ্যুৎ লাইনে খুঁটি নদীতে ভেঙে গিয়ে হেলে পড়েছে। 

স্থানীয়রা জানান, ১৮ দিন থেকে বিদ্যুৎ বিছিন্ন সাড়ে তিনশত পরিবার। এ ছাড়া লক্ষ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় ৩০টি বৈদ্যুতিক খুঁটি নদীর গর্ভে চলে গেছে। ঝুঁকিতে রয়েছে কোটি টাকার সাবমেরিন ক্যাবল। এত ক্ষতির পরও পল্লী বিদ্যুৎ চিলমারী অফিস থেকে কোনো কর্মকর্তা কর্মচারী খোঁজখবর নিতে আসেনি।

জানতে চাইলে চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‌‘বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করতেছি। ডিজিএম, এজিএম সবাইকে বলছি, তারা খালি বলছে দেখি দেখি। ইঞ্জিনিয়ার ফোন ধরে না।’

এ ব্যাপারে চিলমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোস্তফা কামালকে ফোনে পাওয়া যায়নি।