অপ্রাপ্তবয়স্কদের অন্তরঙ্গ দৃশ্য, একতার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ০৯:০২
শেয়ার :
অপ্রাপ্তবয়স্কদের অন্তরঙ্গ দৃশ্য, একতার বিরুদ্ধে মামলা

প্রযোজক একতা কাপুর ও তার মা শোভা কাপুর। তারা অল্ট বালাজি নামের একটি ওটিটি প্ল্যাটফর্মের কর্ণধার। এই প্ল্যাটফর্মের একটি ওয়েব সিরিজে অপ্রাপ্তবয়স্কদের দিয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ প্রসঙ্গে মুম্বাই পুলিশ জানিয়েছে, একতা কাপুর এবং তার মা শোভা কাপুর ও তাদের প্রযোজনা সংস্থা বালাজি টেলিফিল্ম লিমিটেডের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারা, তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা করা হয়েছে।

একতা কাপুর ও শোভা কাপুর। ছবি: সংগৃহীত

অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত অল্ট বালাজিতে স্ট্রিম হওয়া একটি সিরিজে নাবালিকাদের নিয়ে অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল।

 ‘গান্ধী বাত’ নামক ওই সিরিজে যৌনকর্ম ও মাদক সেবনের গল্পের ওপর নির্মিত হয়েছে। অভিযোগ উঠেছে, এই দৃশ্যগুলোতে যারা অভিনয় করেছে, তাদের সবাই অপ্রাপ্তবয়স্ক। 

যদিও এ মামলার বিষয়ে একতা বা শোভা কাপুর, কারোই বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।