ট্রেন ছাড়ার ২ মিনিট পরই লাইনচ্যুত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে রাজশাহী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। স্টেশন মাস্টারের সংকেত না নিয়েই ট্রেন ছাড়ার দুই মিনিট পর এ দুর্ঘটনা ঘটে। তবে অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
আজ রবিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঈশ্বরদীমুখী জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে এক নম্বর লাইনের স্টাটার সিগন্যালে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সচল থাকলেও রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশন এলাকায় ট্রেন চলছে ধীর গতিতে। রাজশাহী কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাতে চরম দুর্ভোগে পড়েন ট্রেনটির প্রায় সাত শতাধিক যাত্রী।
ট্রেনের যাত্রী হাওয়া বিবি বলেন, ‘ঢাকার টঙ্গী থেকে পাবনার মুলাডুলি যাওয়ার জন্য ট্রেনে উঠি। জামতৈল স্টেশনে আসলে হঠাৎ ট্রেনের বিকট শব্দ হয়। পরে শুনি ট্রেন পড়ে গেছে। এখন রাতে কীভাবে বাড়ি যাব, এটা নিয়ে চিন্তার মধ্যে আছি।’
শাকিল নামের আরেক যাত্রী বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ায় আমি অসহায় হয়ে গেছি। এত রাতে পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে চাটমোহর ফিরব? সেই চিন্তায় চোখে মুখে অন্ধকার দেখছি।’
বিষয়টি নিশ্চিত করে জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, রেললাইনের পয়েন্টে ক্রটি থাকায় ট্রেন ছাড়ার সংকেত দিতে কিছু সময় বিলম্ব হয়। এ সময় ট্রেন ছাড়ার সংকেত দেওয়ার আগেই সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেন। এতে স্টেশনের কিছুদূর যেতেই এক নম্বর লাইনের স্টাটার সিগন্যালে ট্রেনের ইঞ্জিন ও পাশের একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে।
স্টেশন মাস্টার আরও বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশন এলাকায় ট্রেন চলছে ধীর গতিতে।