সৌদি আরবে ১ সপ্তাহে ২২ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
সৌদি আরবে গত এক সপ্তাহে প্রায় ২২ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবদনে বলা হয়, ১০ থেকে ১৬ অক্টোবর অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইনের আওতায় ২১ হাজার ৯৫০ জনকে গ্রেপ্তার করা হয়।
আবাসন বিষয়ক বৈধ নথি না থাকার কারণে ১৩ হাজার ১৮৬ জন, সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ৫ হাজার ৪২৭ জন, শ্রম আইনের আওতায় ৩৩৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৪২১ জন সৌদি আরবে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এ ছাড়া অনুপ্রবেশকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার কারণে আরও ১৮ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের কারও নাগরিকত্ব জানা যায়নি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে গত মাসের শেষ দিকেও ২২ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছিল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস