স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ১৬:৪৪
শেয়ার :
স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যার অপরাধে স্বামী চাঁদ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জারিমানা করা হয়। আজ রবিবার রবিবার বেলা সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী আহম্মেদ এই সাজা দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্ট্যানোগ্রাফার নাঈমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত চাঁদ মিয়া জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্পের মৃত কালু সরদারের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩১/৭/২০১১ তারিখে জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পে চাদ আলী তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় স্বাক্ষী প্রমাণ শেষে আজ রবিবার আদালত এ সাজা দেন।