গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে নিয়ে ওয়েব সিরিজ
সাম্প্রতিক সময়ে ভারতের আলোচিত-সমালোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সালমান খানকে খুনের হুমকি ও সবশেষ এনসিপির নেতা বাবা সিদ্দিকের হত্যার সঙ্গে তার সখ্যতার খবরে নতুন করে আলোচনায় আসেন তিনি। এবার তাকে নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ।
সিরিজটি প্রযোজনা করছে জানি ফায়ার ফক্স ফিল্ম প্রোডাকশন হাউস। ইতোমধ্যেই ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশ’ এটি নির্মাণে ছাড়পত্র দিয়েছে।
জানা গেছে, লরেন্স কীভাবে সে এমন ভয়ানক গ্যাংস্টারে পরিণত হল, সেই গল্পই এই সিরিযে তুলে ধরা হবে। এর পাশাপাশি দেশে-বিদেশে কীভাবে তার চক্র ছড়িয়ে রয়েছে, কীভাবে বিষ্ণোই গ্যাং অপারেশন চালায়, সেসব বিষয়ও দেখানো হবে এ সিরিজে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তবে, লরেন্স বিষ্ণোইয়ের চরিত্রে কে অভিনয় করবে সেটি জানানো হয়নি। এটি প্রযোজনা করছেন পলিটিশিয়ান অমিত জনি। এটি নির্মান করবে কে সে বিষয়েও রাখা হয়েছে গোপনীয়তা।
গুঞ্জন শোনা যাচ্ছে, দিওয়ালীর মৌসুমে ‘লরেন্স-আ গ্যাংস্টার স্টোরি’ ওয়েব সিরিজের প্রথম পোস্টার প্রকাশ্যে আনা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট