অভিনেতার বাসায় ডাকাতি, স্ত্রীর শ্বাসনালী কেটে হত্যার চেষ্টা

বিনোদন প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৪, ১৩:০০
শেয়ার :
অভিনেতার বাসায় ডাকাতি, স্ত্রীর শ্বাসনালী কেটে হত্যার চেষ্টা

ছোটপর্দার অভিনেতা সাজু মাহাদীর বাসায় গতকাল শনিবার দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অর্থ ও স্বর্ণলংকার লুট করার পাশাপাশি তার স্ত্রীর শ্বাসনালী কেটে হত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

সাজু বলেন, ‘গতকাল দুপুর ১টার দিকে আমার টাঙ্গাইল সদরের বাড়িতে এই ঘটনা ঘটে। তখন আমি বাড়িতে ছিলাম না। ঘটনা শুনে এসে দেখি, ওর অবস্থা খুব খারাপ। এরপর সদরের হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তারা রোগীর এমন অবস্থা দেখে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। গতকালই ওকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। এখানেই চিকিৎসা চলছে। আজ সকালেই ডাক্তার জানিয়েছেন, ও এখন অনেকেটাই শঙ্কামুক্ত। সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। কিন্তু আমরা থাকি টাঙ্গাইল সদরে। গতকাল একটি জরুরি কাজে আমি গ্রামের বাড়িতে যাই। আর আমার স্ত্রী ছিল সদরে। সেখানে আবার আমার স্ত্রী একটি ডিপার্টমেন্টাল স্টোর দিচ্ছে। সেই কাজ নিয়ে বেশ কিছুদিন ধরেই ও আর আমি ব্যস্ত। এর মধ্যে একটি লোকের সঙ্গে আমার স্ত্রীর পরিচয় হয়, যে কিনা আমাদের স্টোরে পণ্য দিবে।’

সাজু আরও বলেন, ‘গতকাল ওই লোক ফোন দিলে আমার স্ত্রী ওকে দোকানে আসতে বলে। কিন্তু লোকটি অনেক দেরি করছিল। তাই আমার স্ত্রী বাসায় চলে যায়। তখন ওই লোক ফোন করে জানতে চায় সে কোথায় আছে। আমার স্ত্রী জানায়, সে বাসায়। কিছুক্ষণের মধ্যেই লোকটি বাসায় এসে হাজির হয়। সঙ্গে আরও কয়েকজন ছিল। আমার স্ত্রী ওদের দেখে চিৎকার করলে ওই সময়ই ওর শ্বাসনালী কেটে দেওয়া হয়।’

এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘না, স্ত্রীকে নিয়েই এখন দৌড়ঝাপ করছি। আগে তো ওকে বাঁচাতে হবে। আমার স্ত্রী ওদের একজনকে চিনে, সঙ্গে দুটি ফোন নম্বরও আছে। খুব দ্রুতই মামলা করা হবে।’