সালমানের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: সেলিম খান

বিনোদন ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১০:১৫
শেয়ার :
সালমানের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: সেলিম খান

ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিক আততায়ীর গুলিতে নিহত হন।

বাবা সিদ্দিকের মত ঘনিষ্ঠ নেতাকে হত্যার পর থেকে সালমান খানের পরিবার বেশ দুশ্চিন্তায় দিন পার করছে। 

এদিকে সালমানের বাবা সেলিম খান সম্প্রতি বিষ্ণোইদের কাছে ছেলের ক্ষমা চাওয়া প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা সেলিম খান বলেন, ‘কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেননি। বিষ্ণোইদের কাছে তার ছেলের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না।’

তিনি আরও বলেন, ‘ক্ষমা চাওয়া মানে তো অপরাধ স্বীকার করা। সালমান কখনো কোনো প্রাণীকে হত্যা করেননি। এমনকি আমরা কোনো আরশোলাও মারিনি।’

এ সময় সেলিম প্রশ্ন তুলে আরও বলেন, ‘সালমানকে কার কাছে ক্ষমা চাইতে হবে? আপনি কত মানুষের কাছে ক্ষমা চেয়েছেন, কত পশুর জীবন বাঁচিয়েছেন?’

তার ছেলে কোনো অপরাধই করেনি জানিয়ে তিনি বলেন, ‘ও কি কোনো অপরাধ করেছে? আপনি কি তাকে দেখেছেন করতে? আপনি কি বিষয়টি তদন্ত করেছেন? এমনকী আমরা কোনোদিন কোনো বন্দুকও ব্যবহার করিনি।’ 

নিজের আরও যোগ করেন, ‘ও তো ওখানে ছিল না (যখন কৃষ্ণসায়র হরিণ হত্যা করা হয়)। ও পশুদের ভালোবাসে।’

বাবা সিদ্দিককে হত্যার ব্যাপারে সেলিম জানান, সালমানকে ভয় দেখাতে বিষ্ণোইরা হত্যা করেছে বাবা সিদ্দিককে, একথা মানতে মোটেও রাজি নন তিনি। তিনি বলেন, ‘না, আমার মনে হয় না এর মধ্যে কোনো সম্পর্ক আছে। এর সঙ্গে বাবা সিদ্দিকের কী সম্পর্ক? এরকম যে কোনো গল্প আমরা বানাতে পারি। তুমি আমাকে সালাম দাওনি, আমি তোমাকে মেরে ফেলব।’

উল্লেখ্য, গত ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয় এনসিপি নেতা বাবা সিদ্দিককে।