প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন আউটসোর্সিং কর্মচারীরা
চাকরি জাতীয়করণ করার দাবিতে আন্দোলনকারী আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে বৈঠক করেছেন। আজ শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রেস সচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তাদের দাবি আদায়ে কাজ করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহামম্মদ ইউনূস।
বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে সাত সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক ও আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। সংস্কার কমিটির মাধ্যমে বা বিশেষ কমিটি গঠনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন তিনি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আকারে রাজপথে নামার হুঁশিয়ারি দেন মাহবুবুর রহমান আনিস।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
চাকরি জাতীয়করণের আউটসোর্সিং কর্মচারীরা আজ রাধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন। আজ সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।