সংলাপে অংশ নিতে কামাল হোসেনের নেতৃত্বে যমুনায় গণফোরাম

অনলাইন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১৫:৪৯
শেয়ার :
সংলাপে অংশ নিতে কামাল হোসেনের নেতৃত্বে যমুনায় গণফোরাম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় পৌঁছেছেন গণফোরামের ১০ সদস্যের প্রতিনিধিদল

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের ১০ সদস্যের দল। আজ বিকেল ৩টার আগে তারা যমুনায় প্রবেশ করেন।

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু, কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্যসচিব মিজানুর রহমান, সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম।

এর আগে গত ৫ অক্টোবর বিএনপি, জামায়াতসহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে বিএনপি চেয়েছিল দ্রুত নির্বাচন, জামায়াত চেয়েছিল সংস্কারের পর নির্বাচন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে এবারও ডাক পাচ্ছে না জাতীয় পার্টি (জাপা)।