বিটিএস তারকা জিনের প্রথম একক অ্যালবাম

বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১১:১২
শেয়ার :
বিটিএস তারকা জিনের প্রথম একক অ্যালবাম

জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জিনের প্রথম একক অ্যালবাম আসছে খুব শীঘ্রই। দ্য কোরিয়া টাইমস প্রতিবেদন থেকে জানা গেছে, জিনের ‘হ্যাপি’ নামের ওই অ্যালবাম প্রকাশ করা হবে আগামী নভেম্বরের ১৫ তারিখে।

এদিকে বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক জানিয়েছে, ছয়টি ভিন্ন ধরনের গানে ‘হ্যাপিতে’ জিনকে খুঁজে পাবেন তার ভক্তরা। এক বিবৃতিতে বিগ হিট মিউজিক আরও জানিয়েছে, জিনের প্রথম একক অ্যালবামের খবর জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। এবং সেই সঙ্গে এজেন্সি জিনের প্রথম স্বতন্ত্র অ্যালবামের জোর প্রচারণা চালাচ্ছেন। অ্যালবামের নাম 'হ্যাপি' দেওয়া হয়েছে, যেন শ্রোতারা গানগুলো শুনে আনন্দের সন্ধান পাবে।

এর আগে ২০২২ সালে কে-পপ তারকা জিনের প্রথম একক গান 'দ্য অ্যাস্ট্রোনট' প্রকাশিত হয়। 

উল্লেখ্য, বিটিএস অ্যালবামে 'অ্যাওয়েক', 'এপিফেনি' ও 'মুন' এবং 'টুনাইট', 'অ্যাবিস', ‘সুপার টুনা’ নামের জিনের কয়েকটি একক হিট গানভিনেত্রী।