ময়নাতদন্তে বেরিয়ে এলো লিয়ামের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য
ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন গত বুধবার আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন। ৩১ বছর বয়সী এ সংগীতশিল্পীর মৃত্যুর কারণ নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক।
লস এঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে, লিয়াম পেইন একাধিক ট্রমার কারণে মারা গিয়েছেন। যার ফলে বুয়েন্স আয়ার্সের হোটেলের বারান্দা থেকে পড়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল।
আর্জেন্টিনার বুয়েনস'এর এই হোটেলের ব্যালকনি থেকেই লিয়াম লাফ দেন। ছবি: সংগৃহীত
এদিকে বুয়েন্স আইরেসের জরুরি পরিষেবার প্রধান প্রকাশ করেছে, পেইনের মৃত্যু ‘ক্রেনিয়াল ফ্র্যাকচার এবং অত্যন্ত গুরুতর আঘাতের’ কারণে হয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এছাড়াও তার ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়, তার মাথার আঘাতগুলি মারাত্মক ছিল। এছাড়াও তার হোটেল রুমে পাওয়া পদার্থগুলি সম্ভাব্য অ্যালকোহল এবং ড্রাগ সেবনের ইঙ্গিত দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, পেইন একাধিক আঘাত এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক রক্তক্ষরণের কারণে মারা গিয়েছেন।
ওয়ান ডিরেকসান ব্যান্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে পেইন।ছবি: সংগৃহীত
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অন্যদিকে আর্জেন্টিনার ময়নাতদন্ত পরবর্তী রিপোর্টে বলা হয়, লিয়াম পেইনের মৃত্যুতে তারা একাধিক অসংগতি খুঁজে পেয়েছেন, যার ফলে তার মৃত্যুর কারণকে প্রশ্নবিদ্ধ হিসেবে ধরা হচ্ছে। মৃত্যুর আগ মুহূর্তে সংগীতশিল্পী একা ছিলেন এবং তিনি মাদকের অপব্যবহার থেকে এক ধরনের প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যার ফলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ৪র্থ তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে মারা যান।
ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ময়নাতদন্ত রিপোর্টে পেইনের শরীরে ২৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা মূলত উঁচু থেকে পড়ে যাওয়ার কারণেই হয়েছে। এমনকি তার মাথার আঘাতগুলি মারাত্মক ছিল।
হোটেলের সামনে ভক্তদের ভিড়। ছবি: সংগৃহীত
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
উল্লেখ্য, পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে গেলে ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করেন। পেইনের একাধিক জনপ্রিয় গান রয়েছে। পেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্তরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলের সামনে জড়ো হতে থাকেন।