বিরল ঘটনার সাক্ষী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল
ভারতের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিরল ঘটনা ঘটেছে। এই হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮টি যমজ শিশুর জন্ম হয়েছে।
হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, নবজাতকদের মধ্যে ১১ জনই কন্যাসন্তান, বাকি ৭ জন পুত্রসন্তান। জন্মের পর থেকে কারও কোনো শারীরিক সমস্যা নেই। সুস্থ রয়েছেন মায়েরাও। অবশ্য, চার শিশুর ওজন স্বাভাবিকের থেকে কম রয়েছে। তাদের এনআইসিইউ-তে রাখা হয়েছে।
হাসপাতালটির প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, বর্ধমানের অনেক অন্তঃসত্ত্বা নারীকেই এ হাসপাতালে রেফার করা হয়। ফলে ভিড় থাকে প্রচুর। বহু ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয়। গড়ে ৮০টি প্রসবের মধ্যে একটি ক্ষেত্রে যমজ সন্তান জন্মায়। কিন্তু এবারে ছবিটা একেবারে ভিন্ন। ২৪ ঘণ্টায় ১৮টি যমজ শিশুর জন্ম হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আরেক চিকিৎসক ডা. সুপ্রতিক বসু জানান, ২ কেজি থেকে ২ কেজি ২০০ ওজন রয়েছে সদ্যোজাতদের। এদের বাবামায়ের বাড়ি বাঁকুড়া, হুগলী, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলায়।
বর্ধমানের কাইতির বাসিন্দা কৃষ্ণা নায়েক জানান, তার পরিবারে জোড়া কন্যা জন্মেছে। নাম দিয়েছেন লক্ষ্মী আর সরস্বতী।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
অন্যদিকে শিখা সাঁতরা নামে এক নারী জানান, তার ভাগ্নিরও যমজ শিশু জন্মেছে। হাসপাতালের ব্যবস্থাপনা খুব ভাল। ডাক্তাররাও খুব আন্তরিক।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস