ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা, যা বললেন বাইডেন
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর স্বস্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়।’
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে। প্রথমে নিশ্চিত না করলেও আজ শুক্রবার ইসরায়েল জানিয়েছে, তাদের অভিযানে নিহত হয়েছেন হামাসের এই শীর্ষ নেতা। হামাস প্রধান হওয়ার আগে থেকেই ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজছিল ইসরায়েল। তিনি গোষ্ঠীটির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন।
সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতে, ৭ অক্টোবরের হামলার 'মাস্টারমাইন্ড' তথা মূল পরিকল্পনাকারী তিনিই ছিলেন। ওই হামলায় হামাসের বন্দুকধারীরা প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করেছিলো এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে এসেছিলো।
জো বাইডেন বলেছেন, ‘এখন আমাদের সামনে এগিয়ে যাওয়োর সময়। আমরা গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চাই।’ তিনি বলেন, এখন যুদ্ধ থামিয়ে জ তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস প্রধানের হত্যা মানে যুদ্ধের সমাপ্তি নয়। তিনি এটিকে গাজায় বছরব্যাপী যুদ্ধ ‘শেষের সূচনা’ বলেছেন।িম্মিদের ফিরিয়ে আনতে হবে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!