আমাকে নিয়ে খেলবেন না: সাকিব
ইতিবাচক হোক কিংবা নেতিবাচক; বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই আলোচনার শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের বিদায়লগ্নেও তুমুল আলোচনায় আছেন সাকিব। আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলে এই সংস্করণকে বিদায় বলতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে সেটি এখন সম্ভব হচ্ছে না।
সাকিবের দেশে ফেরা নিয়ে সব কিছু ঠিকঠাক পথেই এগোচ্ছিল। কিন্তু গত পরশু রাতে হঠাৎ করে বদলে যায় দৃশ্যপট। জানা যায়, দেশে ফেরা হচ্ছে না সাকিবের। নিরাপত্তাজনিত কারণেই তাকে আপাতত দেশে ফিরতে মানা করা হয়েছে।
এই নাটকীয়তার মধ্যে বৃহস্পতিবার এক ভিডিও বার্তা দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। আবু ধাবি টি-টেন টুর্নামেন্টের আসন্ন আসরে সাকিবকে আইকন খেলোয়াড় হিসেবে দলে টেনেছে বাংলা টাইগার্স। সেই দলের সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার সাকিবের একটি ভিডিও দেওয়া হয়েছে। এই ভিডিওটি বাংলা টাইগার্সের কোনো প্রমোশনের অংশ কিনা সেটা পরিষ্কার করা হয়নি ফ্র্যাঞ্চাইটির পক্ষ থেকে। পোস্টটির ক্যাপশনেও সাকিবের কথা দেওয়া হয়েছে।
ভিডিওটিতে কেবল সাকিবকেই দেখানো হয়েছে। সাকিব বলেন, ‘আমার জীবন, আমার নিয়ম, আমার ধরন, আমার আচরণ। আমাকে ভালোবাসুন কিংবা ঘৃণা করুন, আমি পরোয়া করি না। কিন্তু আমাকে নিয়ে খেলবেন না।’
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল