হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ১৬:২০
শেয়ার :
হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

শ্বাসযন্ত্রের জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতকাল বুধবার মাহাথির মোহাম্মদের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৯৯ বছর বয়সী মাহাথির মোহাম্মদ এর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাইপাস সার্জারি করতে হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে তাকে অনেকবার হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। সবশেষ এ বছর জুলাইতেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

বুধবার তার আদালতে শুনানিতে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। বর্তমান উপ-প্রধানমন্ত্রীর নামে করা মানহানি মামলায় আদালতের শুনানিতে আজ মাহাথির মোহাম্মদের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি থাকায় আদালত শুনানি স্থগিত করেছে।