পুলিশের ৪৭ কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৪৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি করা কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ২৬ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ২১ জন। গতকাল বুধবার পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদ ও স্থানে বদলি এবং পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বদলি করা পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?