ছাত্র আন্দোলনে নিহত শহীদ বিশালের লাশ ৭২ দিন পর উত্তোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট জয়পুরহাটে নিহত বিশাল সরকারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
লাশ দাফনের ৭৩ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি উপজেলার রতনপুর সরকার পাড়া গ্রামের কবর থেকে বিশালের মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
হত্যার দিন বিশাল বন্ধুদের সঙ্গে শহরের পাঁচুর মোড়ে মিছিল ও বিক্ষোভে অংশ নেন। এসময় হঠাৎই তিনি গুলিবিদ্ধ হন এবং তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওইদিন দ্রুত ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়। পরে বিশালের বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ তোলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শাহ আলম শোভন, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, বিশালের বাবা মজিদুল সরকারসহ স্থানীয়রা।