উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ১৩:৫৬
শেয়ার :
উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বালশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান জানান, সকাল ১০টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বালশাবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ভ্যান রাস্তার মাঝামাঝি চলে আসে। বাসচালক তাকে বাঁচাতে গিয়ে রাস্তার ডানপাশে মোটরসাইকেলে বসে থাকা দুইজন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় বাসে থাকা ১০ যাত্রী আহত হয়েছেন।