আপাতত সিক্রেট থাকুক
বর্তমান সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটক দিয়েই তিনি জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়। আবার ‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল ৪’র মতো কাজ দিয়ে ওটিটিতেও রাজত্ব করেছেন। এবার ‘হাউ সুইট’ শিরোনামে একটি ওয়েব সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন অমি।
গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটি সম্পর্কে জানানো হয়। যেখানে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন।
এর আগে, অমির নির্মাণে ‘হঠাৎ দেখা’ নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব। পাশাপাশি ফারিনকে দেখা গিয়েছিল তার ‘অসময়’ নামের একটি ওয়েব ফিল্মে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সংবাদ সম্মেলনে অমির কাছে নতুন ফিল্মটির গল্প সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গল্পটা এখন সিক্রেট থাকুক। আমার মনে হয় যে, যেদিন এটা রিলিজ পাবে তখনই দেখেন। আশা করি, ভালোবাসার একটা আবেশ পাওয়া যাবে।’
নির্মাতার কথায় সায় দিলেন এর অভিনয় শিল্পীরাও। সঙ্গে যোগ করে অপূর্ব বলেন, ‘প্রথম কথা, অবশ্যই ভালোবাসা জিনিসটা আধ্যাত্মিক ব্যাপার। কেন ভালোবাসা তৈরি হয়, এই জিনিসটা যদি হিসাব কষে বোঝা যায়, তাহলে ওটা আসলে ভালোবাসা হয় না। তো ভালোবাসা জাগতিক কোনো কিছু নয়, আমার কাছে মনে হয় এটা পুরোপুরি আধ্যাত্মিক।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এ সময় তিনি আরও বলেন, ‘এই যে “হাউ সুইট” একটা ওয়েব ফিল্মের নাম সিলেক্ট করা, এটার মধ্যেই কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে, আর সেই ক্রিয়েটিভিটিটা অমির। ওর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি, ও ভালো কিছুই করবে। আর আমরা সর্বাত্মক ভালো কিছু করার চেষ্টা করে যাব, ফারিনের ওপর আস্থা আছে। আর অমি হলো ক্যাপ্টেন অব দ্য শিপ।’
জানা গেছে, ‘হাউ সুইট’ ওয়েব সিনেমা নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র জন্য। এটি মুক্তি পাবে আগামী বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি)।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’