বাংলাদেশ নিয়ে আতিফ আসলামের পোস্ট

বিনোদন প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৪, ১২:০৫
শেয়ার :
বাংলাদেশ নিয়ে আতিফ আসলামের পোস্ট

আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন এই গায়ক। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন ‘আদাত’খ্যাত এই শিল্পী।

গতকাল বুধবার বিকেলে নিজের ফেসবুক হ্যান্ডেলে আতিফ লিখেছেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’ পাশাপাশি কনসার্টের তারিখ ও টিকিটের প্রাপ্তির ওয়েবসাইটের লিংকও শেয়ার করেছেন তিনি।

আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আতিফ আসলামের পাশাপাশি কনসার্টে সংগীত পরিবেশন করবেন পাকিস্তানি গায়ক আব্দুল হান্নান, বাংলাদেশের তাহসানসহ অনেকে।

তারা আরও জানায়, ২৯ নভেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। আর খুব শিগগিরিই শুরু হবে টিকিট বিক্রির কার্যক্রম। টিকিট পাওয়া ‘টিকিট টুমোরো’ (https://www.tickettomorrow.com/) নামের ওয়েবসাইটে।

এদিকে, এর আগেও কয়েকবার ঢাকায় এসেছেন। গেল এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মঞ্চ মাতিয়েছেন তিনি।

উল্লেখ্য, উপমহাদেশের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয় আতিফ আসলাম। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘আদাত’, ‘ও লামহে ও বাতে’, ‘তেরে বিন’, ‌‘হাম কিস গালি’, ‘কুচ ইজ তারা’ ইত্যাদি।