ইসরায়েলের হামলায় গাজায় ঝরল আরও ৬৫ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ১০:৩৯
শেয়ার :
ইসরায়েলের হামলায় গাজায় ঝরল আরও ৬৫ প্রাণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত মঙ্গলবার পর্যন্ত শিশুসহ আরও অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ছাড়াল ৪২ হাজার ৪০৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ১৪০ জন।

গত মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার ৬টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছেন অন্তত ৬৫ জন এবং আহত হয়েছেন আরও ১৪০ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই এখনও ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছেন। সড়ক যোগাযোগ ধ্বংস হয়ে যাওয়া এবং লোকবল ও সরঞ্জামের অভাব থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এ হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ৪০৯ জন। এছাড়া ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আহত হয়েছেন ৯৯ হাজার ১৫৩ জন।

অন্যদিকে, হামাসের হামলায় এ পর্যন্ত এক হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এছাড়া জিম্মি আছে ২৪২ জন।