আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ০৮:২৫
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ বৃহস্পতিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

রাষ্ট্রপতির কর্মসূচি

বেলা সোয়া ১১টায় বঙ্গভবনে বেলারুশ, এস্তোনিয়া ও উগান্ডার অনাবাসিক রাষ্ট্রদূত/হাইকমিশনারের পরিচয়পত্র গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পররাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

বিকেল সাড়ে ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন মিলনায়তনে সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি

সকাল সাড়ে ৯টায় কাওরানবাজার টিসিবি চত্বরে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপির কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আকরাম খান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু। বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে বক্তৃতা দেবেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ।

দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে কেয়ারটেকার সংক্রান্ত রায়ের রিভিউ আবেদন নিয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নাল আবেদীন।

ডিসিসিআইর কর্মসূচি

বেলা ১১টায় ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকা চেম্বার আয়োজিত ‘খাদ্য মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের গতি-প্রকৃতি বিশ্লেষণ’ শীর্ষক সেমিনার।

অ্যাকশনএইডের কর্মসূচি

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদ্‌যাপন উপলক্ষে ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে বিশেষ অনুষ্ঠান।