অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হতে পারবেন না ইমরান খান
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বা আচার্য হওয়ার আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তিনি এই পদের জন্য যোগ্য হবেন না বলে জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষ আইনি ফার্ম ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবী হিউ সাউদি।
ব্রিটিশ রাজার এই আইনজীবী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ইমরান খান এই পদের জন্য যোগ্য হবে না। তিনি বলেন, ‘ইমরান তার অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।’
আর পুলিশ অ্যাডভোকেসি গ্রুপ বেল্টওয়ে গ্রিড জানিয়েছে, তারা সাউদির এই মন্তব্য বিশ্লেষণ করে দেখেছে। সে অনুযায়ী ইমরানের লড়াই করার বিষয়টি জটিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বিশ্বের বহু রাজনীতিক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ইমরান খান নিজেও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। ইমরান খান ১৯৭৫ সালে অক্সফোর্ড থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে স্নাতক হন।
অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদটি এখন শূন্য। হংকংয়ের সাবেক গভর্নর ও কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান লর্ড প্যাটেনের পদত্যাগের পর পদটি শূন্য হয়ে যায়। দীর্ঘ ২১ বছর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলন ছিলেন তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস